আসামিকে না পেয়ে ছেলে-পুত্রবধূকে পেটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ মে ২০২১

গোপালগঞ্জে চুরি মামলার আসামিকে ধরতে না পেরে ছেলে ও পুত্রবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গোপালগঞ্জ সদর থানার এসআই অজিত ও এএসআই সাইদুল (সিভিল পোশাকে) চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার কাইয়ুম নামে এক চুরি মামলার আসামিকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাইয়ুম দৌড়ে পালিয়ে গেলে তার ছেলে ইনছান ও পুত্রবধূ আসমা বেগমকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। এসময় আসমা বেগমের কোলে থাকা তিন মাসের শিশুসন্তানও ছিঁটকে পড়ে আহত হয়।

পরে স্থানীয়রা ওই দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

গুরুতর আহত ইনছান ও তার স্ত্রী আসমা বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিজের গাড়িতে করে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুই পুলিশ সদস্য যদি আইনবহির্ভূত কোনো কাজ করে থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।