সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি বাবু কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:০১ এএম, ১৬ মে ২০২১

নাশকতার মামলাসহ চেক ডিজ-অনার মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঈদের দিন (শুক্রবার) রাতে শহরের এসএস রোডের ইলিয়ট ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু একটি চেক ডিজ-অনার মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও দুটি নাশকতার মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এই তিন মামলাতেই গত রাতে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।