ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া ৬ লাখ টাকাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৬ মে ২০২১

নাটোরে ইসলামী ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া ছয় লাখ ৪০ হাজার টাকাসহ রাজিব (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজিব একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৯ মে দুপুর সাড়ে ১২টায় শহরের ইসলামী ব্যাংক নাটোর শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে জেলার বাগাতিপাড়ার সাইলকোনার পাট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

টাকাগুলো ব্যাগে নিয়ে মোটরসাইকেলের পেছনে রেখে রওনা দেয়ার প্রস্তুতি নেন তিনি। কিছুক্ষণ পর বুঝতে পারেন তার পেছনে থাকা ব্যাগটি নেই। পরে একইদিন তিনি নাটোর সদর থানায় মামলা করেন।

মামলার পর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে। এরপর শনিবার দুপুরে অভিযান চালিয়ে দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকা থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ছয় লাখ ৪০ হাজার টাকা ও একটি কালো হাতব্যাগ জব্দ করে।

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রেজাউল করিম রেজা/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।