ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল বাদামবিক্রেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ মে ২০২১
অভিযুক্ত ভ্যানচালক বাদশা মিয়া ওরফে কুকরু

বগুড়ার কাহালুতে এক ভ্যানচালকের থাপ্পড়ে তফিজ উদ্দিন মণ্ডল (৭৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলোকছত্র গ্রামের মৃত ময়েন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন বাদামবিক্রেতা ছিলেন।

শনিবার (১৫ মে) দিবাগত রাতে কাহালুর আলোকছত্র এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম বাদশা মিয়া ওরফে কুকরু। তিনি আলোকছত্র গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কাহালু বন্দরে বাদাম বিক্রি করতেন তফিজ উদ্দিন মণ্ডল। শনিবার রাত ৯টার দিকে বাদশা মিয়ার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পরে আলোকছত্র বাজারে নেমে ১০ টাকা ভাড়া দেন তফিজ উদ্দিন। এসময় ভ্যানচালক বাদশা মিয়া ১৫ টাকা ভাড়া দাবি করেন। এনিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ভ্যানচালক বাদশা মিয়া বাদাম বিক্রেতাকে থাপ্পড় মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান তফিজ উদ্দিন।

রোববার (১৬ মে) সকালে এ ঘটনায় কাহালু থানায় নিহতের ছেলে কিনু মণ্ডল বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ভ্যানচালক বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন বলেন, বাদামবিক্রেতা মারা যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। সে মামলায় ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।