দিনাজপুরে ব্রিজ থেকে নদীতে পড়ে স্কুলছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৬ মে ২০২১
ফাইল ছবি

মামার সঙ্গে আত্মীয় বাড়ি যাওয়ার সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাউগাঁ রেলব্রিজ থেকে আত্রাই নদীতে পড়ে মাহিমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

রোববার (১৬ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর গ্রামের আলী মনসুরের মেয়ে মাহিমা। সে সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, কাউগাঁ রেলব্রিজের পাশে ঢাকাইয়া পাড়ায় মাহিমার মামা জনির শ্বশুড়বাড়ি। জনির সঙ্গে সেখানে যাচ্ছিল সে। হেঁটে ব্রিজ পার হওয়ার সময় পা ফসকে আত্রাই নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে উদ্ধারকাজ শুরু করেছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি নিশ্চিত করেন।

এমদাদুল হক মিলন/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।