প্রতিবন্ধী ফজরুলের মুখে হাসি ফোটালেন পারভেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৬ মে ২০২১

হুইল চেয়ার উপহার দিয়ে প্রতিবন্ধী ফজরুল ইসলামের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহমর্মিতা ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।

রোববার (১৬ মে) সকালে ‘সবাই শুধু আশ্বাস দেয়, আজও মেলেনি একটি হুইল চেয়ার’ শিরোনামে জাগো নিউজে প্রতিবেদন চাপা হলে বিকেল ৩টার দিকে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন পারভেজ হাসান।

পরে বিকাশের মাধ্যমে তিনি ৯ হাজার টাকা পাঠালে সন্ধ্যায় প্রতিবন্ধী ফজরুল ইসলামের বাবা হারুন রশিদকে সঙ্গে নিয়ে হুইল চেয়ার কিনে তার কাছে হস্তান্তর করেন জাগো নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ ও দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি তানভীর আহমদ।

manobota2

হারুন রশিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, যিনি আমার ছেলেকে হুইল চেয়ার কিনে দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের কষ্ট মুছে দিয়েছেন। সেই সঙ্গে আমি জাগো নিউজকে ধন্যবাদ জানাই যারা অসহায় মানুষের কষ্টের কথা তুলে ধরে।

সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, ‘আমি সব সময় জাগো নিউজের সংবাদগুলো পড়ি। আমার ফাউন্ডেশনের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, রাজধানীর হাতিরঝিলে একটি শেল্টার হোম নির্মাণ করতে চেষ্টা করছি। সেখানে যাদের মা-বাবা নেই এমন পথশিশুরা শিক্ষা, অন্ন-বস্ত্র ও বাসস্থান পাবে।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।