মোটরসাইকেলের দখলে লেবুখালী ফেরি
ঈদ শেষে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা নদীর লেবুখালী ফেরিঘাটে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়েছে। তবে ফেরিতে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি।
সোমবার (১৭ মে) সকাল থেকে ফেরিঘাটে মোটরসাইকেলের পাশাপাশি মাইক্রোবাস ও প্রাইভেট কারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের ভেঙে ভেঙে একাধিকবার যানবাহন পরিবর্তন করে যেতে হচ্ছে ঘাটে।

লেবুখালী ফেরির মোটরসাইকেল ইজারাদার আব্দুর রশিদ প্যাদা বলেন, ‘ফেরি ঘাটে আসার সঙ্গে সঙ্গেই মানুষ হুমড়ি খেয়ে উঠছেন। ফেরিতে পারাপার হতে যাত্রীদের কোনো ভাড়া দিতে হয় না। তবে মোটরসাইকেল থেকে পাঁচ টাকা করে ভাড়া নেয়া হয়। বর্তমানে দুটি ফেরি চলাচল করছে’।
পটুয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ঘাটের দুই পাড়ে ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন। ফেরির পাশাপাশি এ নদীতে ট্রলারেও যাত্রীরা পারাপার হচ্ছেন। তবে যাত্রীরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি।
এসএমএম/জিকেএস