১৯ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ মে ২০২১

দিনাজপুরের হাতিমপুর হিলি বন্দর দিয়ে ১৯ ঘণ্টা পর আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার (১৭ মে) সকাল ১০টা থেকে এ বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

এর আগে রোববার (১৬ মে) দুপুর ৩টা থেকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়ার প্রতিবাদে হিলি বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেন স্থানীয় পৌর মেয়র ও ব্যবসায়ীরা।

হাকিমপুর (হিলি) পৌর সভার মেয়র জামিল হোসেন বলেন, রোববার থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ করতে সীমান্তের চেকপোস্ট গেটের পাশে অস্থায়ী শেড নির্মাণ শুরু করে স্থানীয় প্রশাসন। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু গতকাল বিকেলে তারা নির্মাণকাজে বাধা দেন।

এর প্রতিবাদে আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়। এ নিয়ে আলোচনা শেষে রেললাইনের পাশে ফাঁকা জায়গায় শেড নির্মাণের সিন্ধান্ত নেয়া হয়। এরপর সোমবার বাণিজ্য কার্যক্রম শুরু করা হয়।

এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।