কিস্তির টাকা পরিশোধের দুশ্চিন্তায় অটোচালকের আত্মহত্যা
চাঁদপুরে সেলিম (৪৫) নামের এক অটোরিকশাচালকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় শহরের পুরান বাজার এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিমের বাড়ি রংপুর জেলায়। তিনি পুরান বাজার মেরকাসিজ রোড ঢালী বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক।
সেলিমের স্ত্রী সীমা আক্তার জানান, সকালে নাস্তা খেয়ে অটোরিকশা নেয়ার জন্য গ্যারেজে যান তিনি। পরে আরেক চালক খবর দেন সেলিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে সেলিম কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। লকডাউনে আয় কম থাকায় কিস্তির টাকা পরিশোধ করবে কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। প্রতিদিনই বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ করতেন। এ কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সঙ্গেও ঝগড়া হয়েছে তার। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
নজরুল ইসলাম আতিক/ আরএইচ/এমকেএইচ