বগুড়ায় মদসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৭ মে ২০২১

বগুড়ার শাজাহানপুরে ছয় বোতল দেশি ও এক ক্যান বিয়ারসহ সাত মাদকবেসীকে আটক করেছে র‍্যাব-১২। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ছয়শ টাকাও জব্দ করা হয়।

রোববার (১৬ মে) রাত পৌনে ১০টায় উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের মৃত কসিমুদ্দিন মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), একই গ্রামের মৃত সমির আলীর ছেলে শেখ সাদী (২৩), শাজাহানপুর উপজেলার আশেকপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মামুনুর রশিদ (৩০), একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), বগুড়া সদরের পালশা গোকুলপাড়া এলাকার জনাব আলীর ছেলে শামীম হোসেন (২৩), মৃত শহীদ সরদারের ছেলে বিপ্লব সরদার (২৮) ও হাবিব শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।

বগুড়া র‍্যাব-১২ স্পেশাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।