ঈদ শেষে বাসায় ফিরে দেখেন জানালার গ্রিল ভাঙা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৭ মে ২০২১

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের এক শিক্ষকের বাসায় গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মে) সকালে ফরিদপুর শহরের ঝিলটুলীর পুরাতন পাসপোর্ট অফিসের পাশের একটি বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এরশাদ শেখ রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

এ ঘটনায় দুপুরে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রভাষক এরশাদ শেখ জানান, ঈদ শেষে সোমবার সকালে গ্রামের বাড়ি থেকে এসে বাসায় ঢুকেই দেখেন আলমারির সব জিনিস বাইরে। পরে দেখতে পান তার ল্যাপটপ, স্ত্রীর স্বর্ণের কানের দুল, নগদ টাকাসহ অনেক কিছু নেই। জানালার গ্রিল ভেঙে চোর বাসায় ঢুকে মূল্যবান সবকিছু চুরি করে নিয়ে গেছে। প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।