নন্দীগ্রামে নাশকতার মামলায় জামায়াত কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৭ মে ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নাশকতার মামলায় জামায়াত কর্মী নূর মোহাম্মদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর শহরের দামগাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

সোমবার (১৭ মে) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নূর মোহাম্মদ জামায়াতের সক্রিয় কর্মী। তিনি ২০১৩ সালে চাঁদে সাঈদীকে দেখতে পাওয়ার গুজব রটানো মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তিনটি ওয়ারেন্ট রয়েছে।’

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।