নারী ইউএনওকে ফোনে গালিগালাজ করে আটক শ্যালক-দুলাভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:১৩ এএম, ১৮ মে ২০২১

বগুড়ার শিবগঞ্জে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বপ্নাকে মোবাইল ফোনে গালিগালাজ করার অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। সর্ম্পকে তারা শ্যালক-দুলাভাই।

সোমবার (১৭ মে) রাত ১১টায় উপজেলার মহাস্থান মাজারের গেট থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটকরা হলেন-উপজেলার বিহার বন্দরের জাহিদুল ইসলামের ছেলে এহসান রহিম রবিন (৩৮) ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আবদুর রহমান (৪০)। তারা দুজনই মহাস্থানগড়ে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন এবং মহাস্থানহাটে দিনমজুরের কাজ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উম্মে কুলসুম স্বপ্না যোগদান করেন। এহসান রহিম রবিন নামের ওই যুবক রাত সোয়া ১০টার দিকে তার প্রতিবেশী ভগ্নিপতি আবদুর রহমানের মোবাইল ফোন ব্যবহার করে ইউএনওকে অশালীন ভাষায় গাজিগালাজ করেন এবং হুমকি দেন। ইউএনও পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেন।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।