সুনামগঞ্জে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন ৩২ আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৮ মে ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে শাহমূলক হত্যা মামলার ৩২ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৮ মে ) দিরাই থানায় আত্মসমর্পণের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

আত্মসমর্পণকারীরা হলেন, দিরাই বাসিন্দা পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার তালুকদার (২২), বাবু তালুকদার (২৫), রেজু তালুকদার (৩০), জসিম মিয়া (৩০), ছুটিল তালুকদার (৫০), রুমান তালুকদার (২৫), ছুট্টু মিয়া তালুকদার (৪০), ছলিম তালুকদার (৫২), সুজা তালুকদার (৪০), ছানোয়ার তালুকদার (৫৫), সোহাগ রাজা তালুকদার (৩৫), সারিক তালুকদার (৩০), আবুক খায়ের মিয়া (৪৫), জাহাঙ্গীর তালুকদার (৫২), অম্রিত তালুকদার (২৪), মকুট তালুকদার (২৫), বখতিয়ার তালুকদার (২০), সুহেল মিয়া (৩০), সেজেল তালুকদার (৩৫), মেহরাব তালুকদার (২৬), লেকান্নুর মিয়া ওরফে লেকানুর (৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), ছালে আহমদ তালুকদার (৪০), হুমায়ুন তালুকদার (২২), সাদেক নুর (২৫), কিবরিয়া তালুকদার (২৫), নাছির তালুকদার (২২), আবু সালেক তালুকদার (২৬), মীর হোসেন তালুকদার (২৭)।

jagonews24

আজিজুর রহমান আরও জানান, গত ১৩ মার্চ (বুধবার) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামছুল হক ও পারুল তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সামছুল হক গ্রুপের শাহমূলক (৪০) নিহত হন। পরে নিহতের ভাই সামছুল হক বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন।

আত্মগোপনে থাকা আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১ টার দিকে দল বেঁধে দিরাই থানায় এসে আত্মসমর্পণ করেন মামলার ৩২ আসামি। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।