৯৯৯-এ ফোন দিয়ে অপহৃত স্বামীকে বাঁচালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৮ মে ২০২১
প্রতীকী ছবি

বগুড়ায় যাত্রী সেজে এক অটোরিকশা চালককে অপহরণ করে ১০ হাজার টাকা মুক্তিপণ নেয় দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী ৯৯৯-এ ফোন দিয়ে জানালে পুলিশ তল্লাশি চালানোর সময়ে চালককে ফেলে যান দুর্বৃত্তরা।

সোমবার (১৭ মে) রাতে শহরের জামিলনগর এলাকায় ওই অটোরিকশা চালককে ফেলে যান দুর্বৃত্তরা।

অপহৃত শাহিনুর রহমান শাহিন বগুড়া সদরের পাটিতা গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় শহরের সেউজগাড়ি মোড় থেকে তিন যুবক আজিজুল হক কলেজ গেটে যাওয়ার কথা বলে শাহিনের অটোরিকশায় উঠেন। এরপর কলেজগেট থেকে তারা জামিলনগরে যান।

জামিলনগর তালতলায় একটি ফাঁকা স্থানে পৌঁছালে রিকশাচালকের হাত-পা বেঁধে ফেলেন দুর্বৃত্তরা। এসময় তার মোবাইল দিয়েই পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এরপর শাহীনের স্ত্রী রাত সাড়ে ১১টায় স্বামীর মোবাইলে ১০ হাজার টাকা বিকাশ করেন। দুর্বৃত্তরা জামিলনগর এলাকার একটি দোকান থেকে ক্যাশ আউট করেন।

এরমধ্যে শাহীনের স্ত্রী জরুরি সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে জামিলনগর এলাকায় তল্লাশি শুরু করলে দুর্ববৃত্তরা শাহীনকে ফেলে পালিয়ে যান।

বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির আহসান বলেন, চালক ও তার রিকশাটি উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।