চাঁদা না দেয়ায় যুবকের বাড়িতে ‘খালাশী বাহিনীর’ হামলা, গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৯ মে ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় ‘খালাশী বাহিনীর’ গুলিতে মমিন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মে) সকালে ১৪নং হাজীপুর গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মমিন ওই বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের আগে মমিনের কাছে খালাশী গ্রুপের সদস্যরা চাঁদা দাবি করলেও তিনি দেননি। এর জের ধরে বুধবার ভোর ৬টার দিকে ওই বাহিনীর ১০-১৫ জন সন্ত্রাসী মমিনের বাড়িতে হামলা চালায়।

অস্ত্রধারীরা গুলিবর্ষণ ও বসতঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে। এ সময় মমিনও গুলিবিদ্ধ হন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার সকাল সোয়া ১০টায় জাগো নিউজকে বলেন, ‘হামলা চালিয়ে একজনকে গুলিবিদ্ধ করার খবর পেয়েছি। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।