আওয়ামী লীগ সরকার আমলাতান্ত্রিক : ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ মে ২০২১

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক নয়, আমলাতান্ত্রিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘রাজনৈতিক নেতৃত্ব যদি থাকত, তাহলে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ হতো না। এরা (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট সরকার, তাই তাদের নির্ভর করতে হয় আমলাদের ওপর ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। যে কারণে অন্যান্য ব্যবস্থাগুলোকেও তারা দলীয়করণ করে ফেলেছে।’

বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জেলা, উপজেলা, পৌর ও থানা শাখার নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু করা ছাড়া অন্য কোনো পথ নেই তাদের। এ সরকার দমন, নির্যাতন, সাংবাদিক দলন ও মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।