ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজন করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা১৩ মে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসে। এরপর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন হোটেলে তারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

তারা হলেন, ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের একজন (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯)। তারা সবাই গত দুইমাস আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষা করতে দিলে বুধবার (১৯ মে) সকালে পজেটিভ রিপোর্ট আসে। এর আগে আক্রান্ত হওয়া দুজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রতিদিনই ভারত থেকে মানুষ দেশে ফিরছেন। এ ক্ষেত্রে হাইকমিশনার অনুমোদন নিয়ে তাদের ফিরতে হচ্ছে। নাহলে ভারতের আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন আটকে দেয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।