হ্রদ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৯ মে ২০২১

কাপ্তাই হ্রদ দখল ও দূষণরোধে করণীয় নির্ধারণে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন করে হ্রদ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।

বুধবার (১৯ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য সচিব শিল্পী রাণী সাহা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, নাব্যতা কমে যাওয়ায় দিন দিন হ্রদের পানি শুকিয়ে যাচ্ছে। ফলে জেলার সঙ্গে ছয় উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। হ্রদের তীরে বসবাসকারীদের শুষ্ক মৌসুমে যে দখল প্রবণতা দেখা যায় সেই দখলরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

শংকর হোড়/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।