দিরাইয়ে শাহমূলক হত্যা : আরও ১০ আসামির আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ মে ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে শাহমূলক হত্যা মামলার আরও ১০ আসামি আত্মসমর্পণ করেছেন। বুধবার (১৯ মে) দুপুরে দিরাই থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আত্মসমর্পণকারীরা হলেন-দিরাইয়ের বাসিন্দা ফিরোজ আলী তালুকদার (৬০), রাজিব তালুকদার (২৫), তৈয়বুর তালুকদার (৩৫), রিয়াজ তালুকদার (২২), এবাদুল তালুকদার (৩০), স্বাধীন তালুকদার (২৫), বছু তালুকদার (৫০), নেজাবুল তালুকদার (২১), সবুজ মিয়া (৩৬) ও মামুন তালুকদার (২৫)।

jagonews24

দিরাই থানা পুলিশ সূত্র জানায়, গত ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহমূলক (৪০) নিহত হন। পরে নিহতের ভাই শামছুল হক বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।

মামলার পর থেকে আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। কিন্তু আসামিরা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার দিকে দলবেঁধে দিরাই থানায় এসে আত্মসমর্পণ করেন মামলার ৩২ জন আসামি। পরে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ একই মামলায় আরও ১০ জন আসামি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।