দেশে ফিরল ভারতে আটকা পড়া ১৪ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৯ মে ২০২১

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী এসব যাত্রী দেশে ফেরত আসেন। তাদের তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে ১৪ জন পাসপোর্ট ধারী দেশে ফিরেছেন। এসময় তাদের ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।

jagonews24

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুরে ভারতে অবস্থান করা ১৪ বাংলাদেশি পাসপোর্টযাত্রী হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।