গুড়ে ভেজাল দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা, মামলা
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় ব্যবসায়ীসহ চার মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন-উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার গুড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দুলাল সোনার (৪৪) এবং চরকাদহ এলাকার মিজান (২০), আলামিন (৩৫) ও আব্দুল হান্নান (৩৫)।
বাকি তিনজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গুড়ের ওজনে কারচুপি করে আসছিলেন দুলাল। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে প্রথমে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। পরে এসিআইসহ বিভিন্ন কোম্পানির লেভেল জালিয়াতি করে বিদেশে গুড় রফতানি করার অপরাধে তার বিরুদ্ধে ৫২০ ও ৪৬৮ ধারায় গুরুদাসপুর থানায় মামলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযানে গ্রেফতার হওয়া তিন গাঁজাবিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতার গুড় ব্যবসায়ীসহ চার আসামিকে নাটোর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম