মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রথমাচর গ্রামে বজ্রপাতে সুজন মিয়া (৩২) নামের এক যুবক মারা গেছেন।
বুধবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওরে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালান। প্রতিদিনের মতো গ্রামের পাশের হাওরে আজও মাছ ধরতে যান। মাছ ধরার সময় প্রচণ্ড বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
লিপসন আহমেদ/এসআর/এএসএম