চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৯ মে ২০২১

 

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্রলীগ নেতা। বুধবার (১৯ মে) দুপুরে দুর্গাডাঙ্গা সুরাইল গ্রামে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া ছাত্রলীগ নেতার নাম ডালমন রায় (২৯)। তিনি ৯ নম্বর ভিয়েইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা সুরাইল গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল শাহ জানান, অনেকদিন ধরেই ডালমন ব্যবসায় লোকসান গুনে আসছেন। আর্থিক কারণে তার সবসময় মন খারাপ হয়ে থাকত। হয়তো সে কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।