টাঙ্গাইলে একদিনে সড়কে ঝরল পাঁচ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৯ মে ২০২১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এর মধ্যে বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় বাস চাপায় ওই বিজিবি সদস্য নিহত হন। এ ঘটনায় নিহতরা হলেন, বিজিবি সদস্য পাবনার চাটমোহর উপজেলার সমাজমিয়া গ্রামের মৃত মোজার ছেলে সেলিম রেজা (৩৬) এবং তার ভাতিজা সাঈদের ছেলে কামরুল (৩০)। নিহত সেলিম রেজা পিলখানায় সিপাহি পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে বিজিবি সদস্য সেলিম রেজা মোটরসাইকেলে ভাতিজাকে সঙ্গে নিয়ে তার কর্মস্থল পিলখানায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দিয়ে চলে যায়। পরে তাদের গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেলিম রেজাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থা তার ভাতিজা কামরুলের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন বলেন, ‌‘সন্ধ্যার পর আহত অবস্থায় চিকিৎসাধীন কামরুলের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে আজ টাঙ্গাইলে আরও দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাসে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হন। নিহতদের মধ্যে একজন ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মতিউর রহমান (৩৮) এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যকান্তির ছেলে লক্ষণ, জীবন, মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ওয়াহেদ মিয়া।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে যাওয়ার সময় আশেকপুর বাইপাসে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

অন্যদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ট্রাফিকের শীর্ষ কর্মকর্তা আহসান হাবীব চৌধুরী জানান, সড়ক-মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে কিছু চালক অমনোযোগী হয়ে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা করার ফলে দুর্ঘটনা ও প্রাণহানীর সংখ্যা বাড়ছে। দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।