চাঁদপুরে হচ্ছে নান্দনিক পর্যটন কেন্দ্র, চলছে উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২০ মে ২০২১

চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে বড় স্টেশন মোলহেড বিনোদন কেন্দ্রকে নান্দনিক পর্যটন কেন্দ্র করার লক্ষ্যে কাজ চালু হয়েছে। এ উপলক্ষ্যে বড় স্টেশনের ত্রি নদীর মোহনায় অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৯ মে) দুপুরে বড়স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, ভ্রমণ পিপাসুদের বসার স্থান নিশ্চিত করার জন্য নদীর কিনারায় চেয়ারসহ আরও বিনোদনমূলক স্থাপনা নির্মাণের প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। এছাড়া যানবাহনের যাতায়াত সুবিধার জন্য রেললাইন প্ল্যাটফর্মের পাশ দিয়ে মাছ ঘাট পর্যন্ত ১২ ফিট রাস্তা করা হবে।

রেলওয়ে রেস্টহাউস থেকে ৭৫০ ফিট লম্বা এবং ১২ ফিট চওড়া একটি রাস্তা নির্মাণ করা হবে যার পাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এই পার্কিংয়ের জন্য মোলহেডে মসজিদের পাশে আরও ৩০ শতাংশ জায়গা নির্ধারণ করা বাবদ খরচ ধরা হয়েছে ২৭ লাখ টাকা।

jagonews24

এ বিষয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পরামর্শ ও নির্দেশনায় জেলা প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হলো চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট বড় স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ। বড় স্টেশন মোলহেডে নান্দনিক পর্যটন কেন্দ্র করার জন্য আমরা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।’

নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।