বরিশালে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত ২
বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় সিদ্দিকুর রহমান (২৭) ও ছত্তার ঢালী (৫৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি লক্ষ্মীপুর গ্রামের শামসুল হক কবিরাজের ছেলে সিদ্দিকুর রহমান ও একই এলাকার নাদের ঢালীর ছেলে ছত্তার ঢালী।
পুলিশ ও স্থানীয়রা জানান, হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল ঢালী ও একই উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে কালাম বেপারীর ভাই জামাল ঢালীসহ কয়েকজন উত্তর উলানিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রব ঢালীর বাড়িতে হামলা চালায়।
এ সময় কালাম বেপারীর লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বসতঘরে হামলা-ভাঙচুর চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিকুর রহমান, ছাত্তার ঢালী ও ইসমাইলসহ বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলে সিদ্দিকুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছাত্তার ঢালীর মৃত্যু হয়।
এ বিষয়ে আব্দুর রব ঢালী বলেন, দুপুরে আমার মেয়ের ঘরের নাতনি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। এর আগে কালাম বেপারীর লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে।
হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল ঢালী বলেন, আমাকে হত্যার জন্য আজকের হামলা চালানো হয়েছে। তবে বরিশালে বিশেষ কাজ থাকায় তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি আমি। এ কারণে গত একমাস ধরে ঢাকায় আত্মগোপনে আছি। সলদি লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুকুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাইফ আমীন/আরএইচ/এএসএম/জেআইএম