খুনিদের গ্রেফতার দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২০ মে ২০২১

সুনামগঞ্জের জামালগঞ্জে ইজিবাইক চালক সিকান্দার আলীর খুনিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছেন নারী-পুরুষ ও শিশুসহ তিন গ্রামের হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর, রাঙামাটি, রাধানগর এই তিনটি গ্রামের আয়োজনে শুকদেবপুর মিলন বাজারে ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে তারা এই কর্মসূচি পালন করেন।

jagonews24

মানববন্ধনে বক্তারা বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও ইজিবাইক চালক সিকান্দার আলীর হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি পুলিশ। গ্রামের মানুষ আতঙ্কে আছেন। তারা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

jagonews24

গত ১২ মে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইজিবাইক চালক সিকান্দার আলীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুর রউফের ছেলে।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।