তাহিরপুরে পৃথক মামলায় ৩৪ আসামির আত্মসমর্পণ

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২০ মে ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পৃথক মামলায় ৩৪ আসামি আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে আত্মসমর্পণের পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ মে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে দুইপক্ষের সংঘর্ষে পৃথক দুটি মামলা হয়। বৃহস্পতিবার ইসমাইল মিয়া নামের একজনের করা মামলায় বাহা উদ্দিন (৩০), জীবন মিয়া (৩৩), আলমগীর মিয়া (৪৭), হোসাঙ্গীর মিয়া (২৭), রহমগীর মিয়া (২৯) ও মারুফ (২২) আত্মসমর্পণ করেন।

অপরদিকে আবুল কাশেমের করা মামলায় একইদিন হিমেল মিয়া (৩০), মোফাজ্জল হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (২৬), ইসহাক মিয়া (৪৬), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইদ্রিস আলী (৫৫), সোহেল মিয়া (৩৫), সরোয়ার হোসেন (২৭), জয়নাল মিয়া (৩৫), জাকারিন আহমদ (২৮), রতি মিয়া (৪০), মতি মিয়া (৩৬), সুভাষ মিয়া (৫০), আকিক মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৫৫), মানিক মিয়া (৩২), রতন মিয়া (৩০), হিরণ মিয়া (২৭), নিজাম উদ্দিন (৫৪), জাকারিয়া (৩২), কিবরিয়া (৩০), শাহরিয়ার (৪২), এবাদুল (৩২), আজিজুল (৩৫), মুন্না (৫০), আমির (৪৫), মনির (৩০) ও আজিম (৩৮) আত্মসমর্পণ করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, দুটি মামলার ৩৪ আসামি থানায় আত্মসমর্পণ করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।