‘ফিলিস্তিনে আমাদের ওপর হামলা কেন?’, মানববন্ধনে বাংলাদেশি শিশু
‘ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে’ স্লোগান দিয়ে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দাদা ও নাতি।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন দাদা জামিরুল ইসলাম জুয়েল এবং নাতি আলিফ জুনায়েদ করিম (৫)।
জামিরুল ইসলাম জুয়েলের পরিবারের সদস্যরা ছাড়াও মানববন্ধনে আরও অনেকে অংশ নেন। সবার হাতে ছিল প্ল্যাকার্ড; তাতে লেখা ‘ফিলিস্তিনি শিশুদের বাঁচাও।’
দাদা জামিরুল ইসলাম স্লোগান দিচ্ছিলেন ‘ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি হামলা’, উত্তরে নাতি বলছিল ‘বন্ধ কর করতে হবে’।

শিশু আলিফ জুনায়েদ করিম মানববন্ধনে চিৎকার করে বলছিল, ‘আমরা শিশু, আমাদের কী অপরাধ? ফিলিস্তিনে আমাদের ওপর কেন হামলা করা হচ্ছে? (বিশ্ব) তোমরা কি দেখ না বিনাদোষে আমাদের হত্যা করা হচ্ছে? আমরা এর বিচার চাই।’
মানববন্ধনে দাদা জামিরুল ইসলাম ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনির ওপর যে হামলা চালাচ্ছে তা একটি বর্বরোচিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ড আমি সহ্য করতে না পেরে নাতিসহ প্রতিবাদ জানাতে চলে এসেছি। যাতে বিশ্ব দরবারে এই নির্যাতনে আরও মানুষ প্রতিবাদ জানায়। যেন বন্ধ হয় এ নির্যাতন।’
দাদা-নাতির মানববন্ধন দেখে কয়েকজন পথচারীও তাদের সঙ্গে দাঁড়িয়ে যান। অংশগ্রহণকারী পথচারীরা হলেন লিপন বসাক, সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম