নোয়াখালীতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে পতাকা হাতে নিয়ে মুসল্লিরা বিক্ষোভে অংশ নেন।
শুক্রবার (২১ মে) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মীরেরপুল নামক স্থানে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশপাশের অন্তত ১৫টি মসজিদের মুসল্লিরা বিক্ষোভে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুল সুমন, মীরেরপুল জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম, শেখ ফরিদ উদ্দিন, ইমাম হাসান কচি, ইয়াসিন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বোরচিত হামলার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনি সমস্যার সমাধানে মুসলিম রাষ্ট্রনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসআর/এএসএম