মে ফুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২১ মে ২০২১

মে ফুল। শুধু মে মাসেই ফোটে বলেই নাম ‘মে ফুল’। এই ফুলের মুগ্ধতা শুধুমাত্র মে মাস জুড়ে। মে মাসের সঙ্গে তার অনেক মিল। মে মাসের শুরুতে মূল থেকে পাতা গজায়, বের হয় ফুলের কলি।

jagonews24

১০ থেকে ১২ তারিখের মধ্যে পূর্ণতা আসে ফুলের। বছরে একবারই ফুল ফোটে, তা-ও কেবল মে মাসে। এজন্য সবার কাছে এটি ‘মে ফুল’ হিসেবে পরিচিত।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর সদরের আমগ্রামের সাংস্কৃতিক কর্মী, লেখক মীর ফরিদ হায়দারের বাড়িতেই ফুলগুলো ফুটেছে। সম্প্রতি ছবিগুলো ক্যামেরাবন্দি করা হয়।

jagonews24

মীর ফরিদ হায়দারের ভাতিজা সাংবাদিক বিপ্লব আহমেদ বলেন, ‘কয়েক বছর আগে আমার ছোট চাচা মীর ফরিদ হায়দার শখের বসে ৫-৬টি এ ফুলের চারা সংগ্রহ করে রোপণ করেছিলেন। তার মধ্যে চারটি গাছে এবারই এই প্রথম চারটি ফুল ফুটেছে। এখন এই ফুলের সৌন্দর্যে বাড়ির সবাই ভীষণ মুগ্ধ। প্রতিদিন অনেকেই ফুুল দেখতে আসছেন।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।