যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২১ মে ২০২১

ঝালকাঠির রাজাপুরে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে দুই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)।

ইউএনও মো. মোক্তার হোসেন জানান, পশ্চিম চাড়াখালী আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক যৌন উত্তেজক ওষুধ বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পায়। এসময় তার দুই সহযোগীকে অর্থদণ্ড দেয়া হয়। অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক পলাতক রয়েছেন।

মো. আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।