তাহিরপুর সীমান্ত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরে বনুয়ার টুপ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের উত্তর মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা গলাকাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শুক্রবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
লিপসন আহমেদ/এসএমএম/এমএস