নিখোঁজের তিনদিন পর মোটরসাইকেল চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:১১ পিএম, ২২ মে ২০২১

কক্সবাজারের চকরিয়া থেকে অপহরণের তিনদিন পর মো. মুবিন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) দুপুরে চকরিয়ার পার্শ্ববর্তী পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের চিওকতলী এলাকায় সড়কের পাশের পাহাড়ি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মুবিন (১৮) কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এর আগে গত ১৭ মে রাত ১১টায় মোটরসাইকেল নিয়ে ভাড়ায় গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিহত মুবিনের চাচা জাহেদুল ইসলাম বলেন, ভাড়া যাওয়ার কথা বলে এক যুবক গত ১৭ মে রাত ১১টায় মুবিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

পরে শুক্রবার (২১ মে) দুপুর ১২টায় ফাইতং ইউনিয়নের চিওকতলী এলাকায় সড়কের পাশ দিয়ে যাবার সময় অপর এক মোটরসাইকেল চালক পঁচা দুর্গন্ধ পান। এসময় সড়কের পাশে ঝোঁপে মুবিনের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনসহ ফাইতং পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো মুবিন। আমাদের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই মুবিনকে অপহরণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।