ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২২ মে ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শনিবার (২২ মে) সকালে ঘোড়াঘাট-হাকিমপুর আঞ্চলিক সড়কের ডুগডুগি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামেরিয়া পুটিহার গ্রামের গোলাম রব্বানী জাহিদ (২০), বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ইসতিয়াক আহম্মেদ বিল্পব (২০), বেগুনবাড়ি গ্রামের নাজিম হোসেন নাজমুল (২০) এবং গাইবান্ধার বকশিচর গ্রামের শফিকুল ইসলাম (২৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডুগডুগি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, একটি বোল্ড কাটার এবং ৪টি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি বলেন, ‘আটক যুবকদের দেয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া তাদের আরও ৬ সঙ্গীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এমদাদুল হক মিলন/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।