রোজিনার মুক্তির দাবিতে নেত্রকোনায় সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২২ মে ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (২২ মে) দুপরে নেত্রকোনা প্রেস ক্লাবের ব্যানারে শহরের মোক্তারপাড়া এলাকায় কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

jagonews24

প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় সরকারের সঞ্চালনায় বিক্ষোভ-মানববন্ধনে সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, আবদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলওয়ার হোসেন খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাশ, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী প্রমুখ।

এতে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তার পর মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দুর্নীতিবাজেরা স্বাধীন সাংবাদিকতাকে গলাচিপে ধরেছে। তবে ওই লুটেরাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। সাংবাদিকদের পাশে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ওই দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।