ভারতফেরত দুজন নেত্রকোনায় কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২২ মে ২০২১
ফাইল ছবি

নেত্রকোনায় ভারতফেরত দুজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। শুক্রবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শনিবার (২২ মে) নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক ব্যক্তি তার ক্যানসারে আক্রান্ত ছেলেকে নিয়ে ১৪ মার্চ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তার পুত্রবধূও। সেখানেই তার ছেলের মৃত্যু হয়। ছেলের মরদেহে নিয়ে ২০ মে তিনি দেশে ফেরেন। শুক্রবার নেত্রকোনায় মরদেহ দাফন হয়।

জেলা প্রশাসক আরও জানান, এরপর শ্বশুর ও পুত্রবধূকে রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়।

জেলার সিভিল সার্জন মো. সেলিম মিঞা বলেন, ‘ভারতফেরত ওই দুজন দেশে ফেরার সময় করোনা নেগেটিভ ছিলেন। আগাম সর্তকতা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আবারও তাদের নমুনা সংগ্রহ করা হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতীয় ধরন দ্রুত সংক্রামক বলে বিশ্বজুড়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতের সঙ্গে চলাচল বন্ধ রয়েছে। তবে আটকে পড়া বাংলাদেশিরা তিনটি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছেন।

এইচ এম কামাল/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।