বগুড়ায় কিশোরী অপহরণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ায় কিশোরী (১৬) অপহরণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২১ মে) গভীর রাতে বগুড়া সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাবতলী উপজেলার তারাজুল ইসলাম (২২), স্বাধীন প্রামাণিক (১৯) ও সোনাতলা উপজেলার বুলবুল আহম্মেদ (২৭)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার (২০ মে) ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তিন যুবক। তারা ধর্মান্তারিত করে বিয়ে করার হুমকি দিয়ে ভুক্তভোগীর বাবার কাছে অর্থ দাবি করেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় অপহরণ মামলা করেও কোনো সুরাহা না হলে র‌্যবকে বিষয়টি অবহিত করেন।

পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা শুক্রবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করেন। একই সঙ্গে অপহরণের জড়িতদের গ্রেফতার করে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সত্যতা স্বীকার করেন। পরে তাদের গাবতলী থানায় ও ভুক্তভোগী কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।