বিয়ের প্রলোভনে ৪ বছর ধরে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২২ মে ২০২১

বগুড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে টানা চার বছর ধরে ধর্ষণ করে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মেহেদী হাসান ওরফে কাফী (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২২ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মালতিনগর হাইস্কুল মোড় এলাকার আব্দুল করিম শেখের ছেলে।

বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ২০১৭ সালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বসবাসকারী প্যারামেডিকেল চিকিৎসক এক নারীর সঙ্গে কাফীর পরিচয় হয়। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে বগুড়া ছাড়াও রাজশাহী, কক্সবাজার ও গাজীপুরের বিভিন্ন হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মেলামেশা করেন।

একপর্যায়ে কাফী তার ছেলের চিকিৎসার জন্য ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি কাফী ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা করেন।

আদালত বাদীর অভিযোগটি সদর থানায় নথিভুক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।