আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২২ মে ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মে) দুপুর ২টায় উপজেলার কুন্দগ্রামের কড়ইবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বশিকোড়া গ্রামের মনসুর আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪২), হলুদ ঘর গ্রামের আবদুর রহমান (৬৫) ও কড়ইবাজার গ্রামের হান্নান (৩০)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

জানা গেছে, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ইবাজার এলাকায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি আসর বসিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করে। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যান। পুলিশ ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।