নেত্রকোনায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া ও মদনের পৃথক দুইটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামের মাধব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯) ও মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোবারক মিয়া (৩০)।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশ চন্দ্র দাস নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে জেলার মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের পাশে হাওরে গাছে ঝুলন্ত অবস্থায় মোবারক মিয়া নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ এস এম মনিরুল ইসলাম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এইচ এম কামাল/এসএমএম/এমকেএইচ