চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৩০ এএম, ২৪ মে ২০২১
প্রতীকী ছবি।

কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা উলিপুর থানায় অভিযুক্ত মঞ্জু মিয়াকে (৬০) আসামি করে রোববার (২৩ মে) মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় একই এলাকার মৃত ছাপাত উল্ল্যাহর ছেলে মঞ্জু মিয়া তাকে চকলেট দেয়ার কথা বলে কোলে তুলে নিয়ে যান। পরে শিশুটিকে নিজের ছেলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে মঞ্জু মিয়া পালিয়ে যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি মঞ্জু মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মো. মাসুদ রানা/এএএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।