দুই বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৪ মে ২০২১
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে মহুরী নদীতে পড়ে যাওয়া দুই বোনকে বাঁচাতে গিয়ে আইরিন সুলতানা প্রিয়া (১১) নামের এক কিশোরী নিহত হয়েছে। রোববার (২৩ মে) দুপুরে নদীতে নিখোঁজ হয়ে সে।

পরে একইদিন সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত প্রিয়া ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার আবদুল কাদেরের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ইয়াছিন জানান, চিথলিয়া ইউনিয়নের পশ্চিম আলকা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে আইরিন সুলতানা প্রিয়া। রোববার দুপুরের দিকে নিজের ছোট বোন ও মামাতো বোনকে নিয়ে মুহুরী নদীর পাশে খেলছিল সে। এসময় অসাবধানতায়বশত প্রিয়ার ছোট বোন ও মামাতো বোন নদীর পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক সে ছোট দুই বোনকে বাঁচাতে নদীতে নেমে ডুবে যায়।

একপর্যায়ে প্রত্যক্ষদর্শী ইয়াছিন এ ঘটনা দেখতে পেয়ে ছোট দুই বোনকে পানি থেকে তুলেন। কিন্তু এসময় প্রিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সন্ধ্যায় নদী থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন মুহুরী নদীতে ডুবে এক শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।