আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৪ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের দুইটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ট্রান্সফরমারের বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে জুঁই (৩) নামের এক শিশুর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

রোববার (২৩ মে) সন্ধ্যা ৭টায় বিদ্যুৎকেন্দ্রের সাব স্টেশনের এ ঘটনা ঘটে।

এদিকে এ বিস্ফোরণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ও বেসরকারি একটি ইউনিটসহ চারটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলীদের চেষ্টায় তিনটি ইউনিট উৎপাদনে শুরু হয়। তবে একটি ইউনিট বন্ধ রয়েছে। 

আহত জুই আক্তার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার মেয়ে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফায়জুর রহমান ফয়েজ বলেন, 'শিশুটি তার বাসার বাইরে খেলা করছিল। এসময় ট্রান্সফরমারের বিস্ফোরণে স্প্রিন্টার শিশুটির চোখে ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হয়। চোখটি রক্ষা করা যাবে কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে। তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে'।

jagonews24

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, ‘দু’টি ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এতে চারটি ইউনিট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। পরে তিনটি ইউনিট আবার উৎপাদন শুরু হয়েছে। তবে বন্ধ থাকা ইউনিটটি মেরামতের চেষ্টা চলছে’।

তিনি আরও বলেন, ‘আহত শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসায় আমরা সর্বাত্মক সহায়তা করবো’।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।