শপিং ব্যাগে মিলল ৩০ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৪ মে ২০২১

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২৩ মে) মধ্যরাতে উপজেলার লেদার জাফর মার্কেটের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটকরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার এয়াকুব আলীর ছেলে মো. হাছান (৫৫), হোয়াইক্ষ্যং জিমংখালীর নুরুল আলমের ছেলে জসিম উদ্দিন (৩০) ও হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মঈনুদ্দিনের ছেলে মো. তারেক (২১)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল লেদাগ্রামের জাফর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।