পিরোজপুরে লঞ্চে উঠতে যাত্রীদের ভিড়, অর্ধেক খালি রেখে যাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৪ মে ২০২১

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে দেড় মাস বন্ধ থাকার পর আবারও পিরোজপুরে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেল ৪টায় পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে প্রথম ছেড়ে যায় অগ্রদূত প্লাস নামে একটি লঞ্চ। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার চেয়ে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চটি হুলারহাট ঘাট ছেড়ে যায়।

এতে লঞ্চের মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরলেও কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। দীর্ঘদিন পর লঞ্চ চালুর প্রথম দিনে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।

হুলারহাট লঞ্চ ঘাটের সুপারভাইজার সোহাগ মিয়া জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। তাই যাত্রীসংখ্যা একটু বেশি। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রীই পরিবহন করছি।

অগ্রদূত প্লাসের কর্মচারী ফারুক আহমেদ জানান, তারাও স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করছেন। লঞ্চ চলাচলে অনুমতি দেয়ায় দুশ্চিন্তা দূর হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের সব দূরপাল্লার বাস, লঞ্চ ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দীর্ঘদিন মালিক-শ্রমিকরা লঞ্চ ও গণপরিবহন চালুর দাবি জানিয়ে আসছিল। অবশেষে রোববার সরকার এসব যানবাহন চলাচলের অনুমতি দেয়।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।