মোবাইল ফোন কিনতে পরিচয়, কৌশলে ডেকে নিয়ে তরুণীকে দল বেঁধে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৪ মে ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে এক তরুণীকে (২০) দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নোয়াদ্দা মাঝি বাড়ির মো. আবদুল মান্নানের ছেলে মো. মহিন উদ্দিন (২৬) ও একই গ্রামের মো. দুলাল মিয়াজির ছেলে মো. শাকিল হোসেন (২৪)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ওই তরুণী মোবাইল ফোন কিনতে হাজীগঞ্জ বাজারে আসেন। সেখানে শাকিলের সঙ্গে তার পরিচয় হয়। আলাপচারিতার একপর্যায়ে শাকিলের আহ্বানে ওই তরুণী ‘নদী বাড়ি’ নামের একটি রেস্টুরেন্ট যান। সেখানে আরও দুই যুবকের সঙ্গে পরিচয় হয় তার। রেস্টুরেন্ট থেকে বের হলে যুবকরা তাকে পাশের নির্জন স্থানে নিয়ে রাতভর দল বেঁধে ধর্ষণ করেন। রোববার সকালে ওই তরুণী বাড়ি গিয়ে ঘটনাটি স্বজনদের জানালে রাতে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

হাজিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, আসামিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।