ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৪ মে ২০২১
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সোয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের শুকুর সর্দারের স্ত্রী নাসিমা বেগম (৪০) ও মাদারীপুরের শিবচর উপজেলার দাইয়ারচর গ্রামের চাঁনমিয়া সওদাগরের ছেলে মোটরসাইকেল চালক আবুল কালাম সওদাগর (২৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেলে দুজন আরোহী ভাঙ্গার দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহী নাসিমা বেগম ঘটনাস্থলে নিহত হন এবং চালক আবুল কালামকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘাতক গাড়িটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।