পুলিশের তৎপরতায় যাত্রীরা ফেরত পেলেন অতিরিক্ত ভাড়া
সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার যাত্রীবাহী বাস চালু হওয়ার প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিশ্চিত, বাসগুলোতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) রাত ১০টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাসে এই অভিযান চালানো হয়।
অভিযানে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোর গতিরোধ করে যাত্রীসংখ্যা যাচাই, যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিতকরণের পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কাছে নেয়া ভাড়ার পরিমাণও যাচাই করছে পুলিশ। এসময় বেশ কিছু বাসে যাত্রীদের কাছে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়। পুলিশের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রীরা। এসময় জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া হামিদুল নামের এক যাত্রী বলেন, তার কাছে সিঙ্গেল সিটের ভাড়া ১৩শ’ টাকা নেয়া হয়েছে। পুলিশকে এ তথ্য জানানোর পর তাকে ১০০ টাকা ফেরত দেন বাসের সুপারভাইজার।
হামিদুল বলেন,‘ এটা পুলিশের অনেক ভালো উদ্যোগ। এতে করে যাত্রী হয়রানি অনেকটাই বন্ধ হবে।’
নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি বাসে ঢাকা যাচ্ছিলেন একই পরিবারের দুই নারী মরিয়ম ও আইরিন আক্তার। পুলিশের জিজ্ঞাসায় তারা জানান, তাদের কাছে দুই আসনের ভাড়া নেয়া হয়েছে তিন হাজার টাকা। এসময় অভিযানে উপস্থিত পুলিশ কর্মকর্তা বাসের সুপারভাইজারকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলেন। পরে সুপারভাইজার তাদের এক হাজার টাকা ফেরত দেন।

বেশিরভাগই বাসেই এমন চিত্র দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার ব্যবস্থা নেয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মর্তুজাসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।
দূরপাল্লার বাস চালুর প্রথম দিনেই ভাড়া ও যাত্রীসংখ্যা নিয়ে অব্যবস্থাপনায় উপস্থিত বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন পুলিশ কর্মকর্তারা।

আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন এবং ভাড়া নিয়ে ভোগান্তি দূর করতে প্রতিটি কাউন্টারে টিকিটের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়। এছাড়া কাউন্টারগুলোতে যাত্রী হয়রানি বন্ধে অভিযোগ জানানোর সুবিধার্থে সংশ্লিষ্ট থানার ওসির ফোন নম্বরও প্রদর্শনের ব্যবস্থা রাখার নির্দেশনা দেন পলিশের এই কর্মকর্তা।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, মঙ্গলবার (২৫ মে) থেকে পুলিশের নির্দেশনা মোতাবেক কাউন্টারগুলোতে টিকিটের মূল্য তালিকা টানানোর ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ রানা/এসআর/এএসএম